চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপ সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বসাকে কেন্দ্র করে রাত সাড়ে নয়টায় সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। এসময় তিনজন আহত হয়।
আহতরা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মানিক, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মামুন ও ২০১৭-১৮ শিক্ষবার্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ পরান। এর মধ্যে মো. মানিক ও মো. মামুন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রবিউল হাসান ভূঁইয়া বলেন, ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।