ঢাকা: বিকেলে বসছে দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।
সোমবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্য্যসূচি শুরু হবে।
এর আগে, ০৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার পর শুক্র-শনি সাপ্তাহিক ছুটি ও রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফরের কারণে অধিবেশন মুলতবি রাখা হয়।
সোমবার দিনের কার্যসূচিতে রয়েছে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেটর ওপর সাধারণ আলোচনা।
বাজেট অধিবেশন শুরু হয় ০১ জুন, চলবে আগামী ০৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে আগামী ৩০ জুন প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে।