ভারতের রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন (৯০) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুমিত্রা সেনের মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে শ্রাবণী সেন। তিনি লিখেছেন, ‘আজ ভোরে মা চলে গেল।’
দীর্ঘদিন ধরেই ব্রঙ্কো-নিউমোনিয়ায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সোমবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
রবীন্দ্রসংগীত দুনিয়ার অতি পরিচিত নাম ছিলেন সুমিত্রা সেন। তার কণ্ঠে শোনা গেছে রবীন্দ্রসংগীতের বহু জনপ্রিয় গান। সুমিত্রা সেনের দুই মেয়ে- ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়।