রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় কয়েকজন যুবকের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পশ্চিম আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। ।
ফিরোজ আহমেদ সমাজ সেবা অধিদপ্তরের হিসাব বিভাগে চাকরি করতেন। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। তার উপার্জনে সংসার চলতো। বাবা বেকার। বর্তমানে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ে তালতলায় পরিবারের সঙ্গে থাকতো।
নিহতের বন্ধু আরিফুল ইসলাম সুমন জানিয়েছেন, শেরেবাংলা নগর থানার ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তালহা’র সঙ্গে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ’য়ের বিরোধ ছিল। গতরাতে বন্ধুরা এক সঙ্গে থার্টিফার্স্ট উপলক্ষে আনন্দ করে, মুরাদ কে বাসায় দিকে এগিয়ে দিয়ে তার বাসায় ফিরার পথে, থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তালহার ছেলেরা তাকে রাস্তায় পথরোধ করে মারধর করে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়
প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ভোর ৫ টা ০৫ মিনিটে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক এসআই উজ্জ্বল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দুই গ্রুপের মারামারির ঘটনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।