নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে।
বাগবাড়ি এলাকায় রোববার দিবাগত রাত ৯ টার দিকে মুহিবুর রহমান ও আলা উদ্দিনের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বাগবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে মুহিবুর রহমান (৫০), মৃত ফুরকান উল্লাহর ছেলে আব্দুল লতিফ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানান, দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলাউদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রোববার রাতে উভয়পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয় এবং আরো ১৬ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। গুলিবিদ্ধ তিন জনকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সুহেল আহমদ জানান, জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।