পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এই কর্মসূচিতে তাদের সমমনা দলের নেতারাও অংশ নেবে জানা গেছে।
একই দিনে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানার উদ্যোগে সমাবেশ হবে। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
যাত্রাবাড়িতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
এদিকে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শুক্রবার দুপুর ২টায় নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হবে। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।