সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
প্রায় চার মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশে ফিরবেন তিনি।
আইইডিসিআর থেকে সম্প্রতি অবসর নেওয়া প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত জুলাইয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেব্রিনা ফ্লোরাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এমনকি তার মৃত্যুর গুজবও ওঠেছিল। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন ফ্লোরা।
উল্লেখ্য, করোনা মহামারির শুরুর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে করোনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করতেন সেব্রিনা ফ্লোরা। এরপরই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।