প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালানোর পর যা বললেন মরিয়ম

Slider ফুলজান বিবির বাংলা

মেট্রোরেলের প্রথম যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে মেট্রোরেল চালান মরিয়ম আফিজা। আজ বুধবার মেট্রোরেল উদ্বোধনের পর মেট্রোরেল চালিয়ে আগারগাঁও আসার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন মরিয়ম।

মরিয়ম আফিজা বলেন, ‘দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী ছিলেন, পুরো দেশবাসীর মত আমিও অনেক গর্ববোধ করছি।’

নারীরা এখন সর্বত্র কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আজ প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই নারীরা তাদের অবদান রাখছেন। নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে। করপোরেট সেক্টরও নারীরা চালাচ্ছে। তাই আমি মনে করি না নারীরা এখন আর পিছিয়ে আছে। সব সেক্টরে নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছে।’

মরিয়ম আফিজা বলেন, ‘আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটা ডিজিটাল ট্রান্সপোর্টের দিকে যাব, তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

আজ বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানীর উত্তরা স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ট্রেনের সব বগি ঘুরে দেখেন শেখ হাসিনা। ট্রেনটি ২টা ১১ মিনিটে আগারগাঁও স্টেশনে পৌঁছায়। ১৭ মিনিটে শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *