রংপুর সিটি করপোরেশনের ভোট গণনার মধ্যেই নগরীর আমাশু কুকরুল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা।
আজ মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকার কাউন্সিলর হারাধন রায় নির্বাচনে হেরে গেছেন। খবর পেয়ে তার সমর্থকরা মিছিল বের করে। একপর্যায়ে তারা বিজিবির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ওসি আরও জানান, পুলিশ ঘনাস্থলে আছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর শেষ হয় ভোট। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।
স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির প্রার্থী ছাড়াই মেয়র পদে ৯ জন লড়াই করছেন। আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র মেহেদী হাসান (হরিণ) ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের বহিস্কৃত সহসভাপতি লতিফুর রহমান মিলন (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।