ডেস্ক : ছেলে-মেয়ের সম্মতিতেই ধর্ষণের ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক মন্ত্রী। আখিলেশ যাদবের নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রী টোটারাম যাদব গত শনিবার মনিপুরিতে জেল পরিদর্শনকালে এ কথা বলেন। খবর এনডিটিভির।
ধর্ষণের ঘটনা রোধে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টোটারাম বলেন, ‘ধর্ষণ কী? এটা কিছুই নয়। ছেলে ও মেয়েদের সম্মতিতেই ধর্ষণের ঘটনা ঘটে।’
সমাজবাদী পার্টির এই জ্যেষ্ঠ নেতা ধর্ষণকে দুই ভাগে বিভক্ত করেন। তিনি বলেন, ‘একটা জোরপূর্বক ঘটে অন্যটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘মেয়েরা ছেলেদের সবই করতে দেয়। কিন্তু যখন তা প্রকাশ্যে আসে তখনই তারা ধর্ষণের অভিযোগ তুলে।’
সমাজবাদী পার্টির নেতাদের পক্ষ থেকে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনা এটাই প্রথম নয়। দলটির প্রধান মুলায়াম সিং যাদব গত বছর ধর্ষকদের শাস্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
তিনি বলেছিলেন, ‘ধর্ষণের অপরাধে কি ফাঁসি দেওয়া উচিত? তারা ছেলে, কিছু ভুল করে ফেলেছে