করোনার নতুন ভ্যারিয়েন্ট : বিমানবন্দরে সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

Slider জাতীয়


চীনসহ বিশ্বের আরও কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে যাতে এর সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য বিমানবন্দরে সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি জানান, এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দরগুলোতে করোনা টেস্ট করার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। একই সঙ্গে সবাইকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব মেনে চলতে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরে এরই মধ্যে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *