রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় থেকে সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে রংপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও অন্যান্য কমিশনাররা।
ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সিইসি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যচিত্রে ধীরগতির ভোটের কোনো তথ্য দেখতে পায়নি। এছাড়া সিসিটিভি মনিটরিং থেকে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট বন্ধ করার মতো পরিস্থিতি আমরা দেখতে পাইনি।
তিনি আরও বলেন, তথ্যচিত্র দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)।
এবার রসিকের ৩৩টি ওয়ার্ডের ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।