রাজধানী ও নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ৬

Slider জাতীয়

untitlellllllllllllllllllll_111596_0

 

 

নাটোরে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই যুবকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে জেলার নলডাঙ্গা উপজেলার হালতি খোলাবাড়িয়া হালতি বিলের উচু ব্রীজে বিপরিত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের চালক নাটোর শহরের ষ্টেশন বাজার এলাকার মঈনুদ্দিনের ছেলে রিপন (২৮) ও আরোহী আব্দুল কুদ্দুসের ছেলে পলক (১৮) ঘটনাস্থলেই মারা যায়। শহর থেকে রিপন তাদের বন্ধুদের নিয়ে খোলাবাড়িয়ায় গ্রামের বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ত্রীমোহনীতে রোববার সকালে একটি ধানের চাতালের বয়লার বিস্ফোরনে জামিল ইসলাম (৩৬) নামে এক শ্রমিক নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। সকাল ৭টার দিকে আহত দুই শ্রমিক শমসের আলী (৩২) ও আব্দুল মান্নান (২৮) কে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বাসুদেবপুর এলাকার ত্রীমোহনীর আবু রায়হানের ধানের মিলের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

 রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর থেকে সকাল পর্যন্ত মুগদা, বনানী ও ফকিরাপুলে এ তিনজনের মৃত্যু হয়। রাত ৩টার দিকে মুগদার দক্ষিণ মাণ্ডা এলাকায় বিষপান করে আত্মহত্যা করেন রোজিনা (১৭) নামে এক কিশোরী। ভোর ৪টার দিকে ফকিরাপুলের বড় মসজিদ সংলগ্ন ১০২/২ নম্বরের সৌরভ লেমিনেশনে কাগজের বান্ডিল মাথায় পড়ে মৃত্যু হয় সুজন (২২) নামে এক প্রেসকর্মীর। আর সকাল ৭টার দিকে বনানী সৈনিক ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুমন (৩০) নামে আরেক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *