মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

Slider সারাবিশ্ব

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। রয়টার্স

আবদুল্লা ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হলেও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

প্রসঙ্গত, আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন আবদুল্লা ইয়ামিন। ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাঁকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

সাজা ঘোষণার পর ২০২০ সালে তাঁকে গৃহবন্দী করা হয়। এর কয়েক মাস পর তিনি মুক্তি পান। এরপর থেকে তিনি আবারো রাজনীতিতে সক্রিয় হন। তিনি মালদ্বীপে ভারতের প্রভাবের বিরোধিতা করে প্রচার চালানোয় নয়াদিল্লির উদ্বেগ সৃষ্টি হয়। ২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লা ইয়ামিন।

এমএ/এনএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *