গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে। তবে এখনো কোনো হতাহতের খবর, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ডিউটি অফিসার খলিলুর রহমান বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগুনটি অনেক বড়। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে আরও ইউনিট বাড়াবেন।