মধ্যরাতে শেষ হচ্ছে, রংপুর সিটি নির্বাচনের প্রচারণা। তাই ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। রোববার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, রংপুরের ভোট গাইবান্ধার মতো হলে দাঁতভাঙ্গা জবাব দেবে জাতীয় পার্টি।
নগরীর চিড়িয়াখানা রোড এলাকায় প্রচারণায় নেমে আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া অভিযোগ করেন, ভোটারদের ভয় দেখাচ্ছে লাঙল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা। তবে, সুষ্ঠু ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি।
নির্বাচনের মাঠে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদেও আভাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। শেষদিনে তাই নির্বাচনী এলাকা চষে বেড়ান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।