পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় দলটির স্থানীয় এক নেতা নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে।
নিহত বিএনপি নেতার নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়নাদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির কার্যলয়ে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে জড়ো হয় দলীয় নেতা কর্মীরা। জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর সোয়া ২টায় মিছিল বের করা হলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় কাঁদানে গ্যাস, টিয়ারসেল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দলটির স্থানীয় এক নেতা নিহত হয়। এ ঘটনায় পুলিশসহ আহত হয় অর্ধশত। বিকেল ৫টা পর্যন্ত শহরের প্রধান সড়ক সমূহ বন্ধ থাকে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছে।