মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ভারতের প্রথম উইকেট নেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর আরো দুই উইকেট আসে তার বলে। সব মিলিয়ে তাইজুলেই আশার আলো দেখচে বাংলাদেশ।
একাই ফিরিয়েছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শুবমান গিলের পর চেতেশ্বর পূজারাকে। সেশনে ভারত ওই ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান, প্রথম ইনিংসে এখন তারা পিছিয়ে ১৪১ রানে। বিরাট কোহলি ব্যাটিং করছিলেন ১৮ রানে, তাঁর সঙ্গে ঋষভ পন্ত অপরাজিত ১২ রানে।
ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারো তাইজুলের আঘাত।
তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙে যায় ২৭ রানের উদ্বোধনী জুটি।
এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তাইজুল। এরপর তৃতীয় উইকেটটাও তুলে নেন তিনই। যদিও এ উইকেটে অবদান আছে মুমিনুল হকের। স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১৪ রান। এর মধ্যে ১২ রানই করেছেন ঋষভ পান্ট। উইকেটের অপর প্রান্তে ১৮ রানে অপরাজিত বিরাট কোহলি।
এই সেশনে ভারত ওই ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান, প্রথম ইনিংসে এখন তারা পিছিয়ে ১৪১ রানে।