দলে ফিরে আসতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যাডে এ আবেদন করেন তিনি। মুরাদ হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
আবেদনে ডা. মুরাদ হাসান উল্লেখ করেন- তার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি নিজেও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে । গত ২০২১ সালের ৭ ডিসেম্বর তাকে পদ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সাক্ষরিত পত্রে অব্যাহতি প্রদান প্রদান করা হয়।
এছাড়াও তিনি দলের সম্মানহানি হয় এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে না করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে ডা. মুরাদ হাসান বলেন, আশা করছি, প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিভিন্ন কারণে ডা. মুরাদ হাসান এমপিকে ২০২১ সালের ৬ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও তার নিজ আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।