মীরজাফরের গোষ্ঠীরা মুক্তিযোদ্ধাদের সম্মান সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, মীরজাফরের গোষ্ঠী, এই সম্মান সহ্য করতে পারে না। যারা আগেও ছিল, এখনও আছে।
তিনি জানান, মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশ ততদিন আলোকিত থাকবে। সপ্তাহে একদিন কার্ড দেখিয়ে সচিবালয়ে মুক্তিযোদ্ধাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।