নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান।
জানা গেছে, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার দুই সদস্য পাহাড়ের ট্রেনিং নিতে গিয়েছিল। সেখান থেকে তারা পালিয়ে আসার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।