ইজতেমায় সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা

Slider জাতীয়


মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন এই আদেশ দেয়। এর পরপরই ইজতেমা ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ওই মাঠে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম চাক রাধাকানাই মারকাজের উদ্যোগে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে দুটি পক্ষ তৈরি হওয়ায় শান্তিশৃঙ্খলা অবনতির আশংকা করছে প্রশাসন। এ কারণে ১৪৪ ধারা জারি করা হলো।

ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে চকরাধাকানাই ইজতেমা মোড়ের কাছে মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ইজতেমা হবে। কিন্তু এর আগেই তাবলিগ জামাত সমর্থক ও বিদ্রোহী গ্রুপ একই দিনে উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। ইতোমধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম গণমাধ্যমকে জানান, উভয় পক্ষে সমঝোতা না হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো ঘটনার সুযোগ দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *