দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। নিজ দেশ আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। সারা বিশ্বের মতো মেসি ও আর্জেন্টিনার বন্দনায় মেতেছে বাংলাদেশও। মেসিকে নিয়ে বাংলাদেশিদের এ উম্মাদনার খবর প্রচার হয়েছে আর্জেন্টিনার খেলাধুলাবিষয়ক রাষ্ট্রীয় টিভি চ্যানেল ডেপর টিভিতে।
গতকাল সোমবার রাতে ডেপর টিভির ‘মুন্ডো লিও’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশে আর্জেন্টিনা ও মেসির সমর্থন বিষয়ে নির্মিত এক অডিও-ভিজ্যুয়াল সম্প্রচার করে। এতে ঢাকায় মেসিকে নিয়ে উম্মাদনার নানা চিত্র ফুটে ওঠে।
লিওনেল মেসির ক্যারিয়ার, জীবন, খবরের ওপর ভিত্তি করে ‘মুন্ডো লিও’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার করে ডেপর টিভি। তারই একটি পর্বে দেখানো হয় মেসিকে নিয়ে ঢাকার উম্মাদনার চিত্র। ঢাকা থেকে অডিও-ভিজ্যুয়ালটি নির্মাণ করে ‘স্টোরিবক্স ইন্টারন্যাশনাল’।
‘মুন্ডো লিও’ অনুষ্ঠানের প্রযোজক রাফায়েল ভেলজানোভিচ ‘স্টোরিবক্স ইন্টারন্যাশনাল’কে জানিয়েছিলেন, মেসির লাখো ভক্ত থাকায় তারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়েছেন। তারা চান, তাদের অনুষ্ঠানের মাধ্যমে আর্জেন্টাইনরা মেসিকে নিয়ে বাংলাদেশিদের উম্মাদনার কথা জানতে পারুক।