ডিয়েগো ম্যারাডোনার মেয়ে দালমার কথা রেখেছেন লিওনেল মেসি। আবেগ ভরা কণ্ঠে দালমা মেসিকে অনুরোধ করেন- কাপ নিয়ে ঘরে ফিরতে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সে কথার জবাব মুখে না দিলেও মাঠে দিলেন। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশকে শিরোপা উপহার দিয়েছেন।
গতকাল রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেন মেসি। আর্জেন্টিনার ঘরে নিয়ে ফেরেন ম্যারাডোনার জেতা ১৯৮৬ সালের বিশ্বকাপ শিরোপা।
প্রায় দুই বছর আগে মারা গেছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জেতানো ডিয়েগো ম্যারাডোনা। তার পর থেকে বাবার শূন্যতা অনুভব করেন মেয়ে দালমা।
সম্প্রতি এক ভিডিওতে মেসির উদ্দেশ্যে দালমা বলেছেন, ‘মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ভাবতে পারো, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। এ বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহূর্ত উপলব্ধি করছি। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন।’