ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর ‘ঐতিহাসিক’ হবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর জানিয়েছেন সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন মোদি। এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও তার বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর। তিনি এ-ও জানিয়েছেন, বাংলাদেশের বাম রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মোদির কথা হবে। আগামীকাল থেকে শুরু হওয়া হাইপ্রোফাইল ওই সফরের বিষয়ে জানাতে আজ বিকালে নয়া দিল্লিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ভারতের বিদেশ সচিব। ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তৃতাতেই মোদির দু’দিনের রাষ্ট্রীয় সফরের কর্মসূচি প্রকাশ করেন। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠকের সময়সূচী থাকার বিষয়টি জানান সচিব। পরে প্রশ্নোত্তর সেশনে এ নিয়ে দিল্লির সাংবাদিকরা বিস্তারিত জানতে চান। জয়শঙ্কর জানান, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার বিকালে বৈঠকটি হবে। ওই দিনে সংসদের বিরোধী নেতা, বাম দলের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মোদি বৈঠক হবে। উল্লেখ্য, আজ সকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও সফরটি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে সরকারি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি। তবে প্রশ্নোত্তর সেশনে মোদি-খালেদা বৈঠক হচ্ছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, এ সফরে এমনটি হওয়ার সুযোগ আছে বলে মনে করেন না তিনি। এমনিতে ওই বৈঠকটি নিয়ে নিয়ে গত ক’দিন ধরে ঢাকায় নানা গুঞ্জন রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের পর তা নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়। অপেক্ষা শুরু হয় ভারতের পররাষ্ট্র সচিবের বিকালের ব্রিফিংয়ের। অবশ্য শুরুতেই সচিব সেই বিভ্রান্তি দূর করেন। তার ব্রিফিং শেষ হওয়ার পর সন্ধ্যায় বিএনপি নেতারাও এ নিয়ে মুখ খুলেছেন। রোববার বিকেল চারটায় বৈঠকের সময় ঠিক হয়েছে বিএনপি নেতারা জানান।