বোমা ও বন্দুক হামলায় ইরাকে ৯ পুলিশ সদস্য নিহত

Slider সারাবিশ্ব

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের উত্তর-মধ্যাঞ্চলের কিরকুকে বোমা ও বন্দুক হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী।

জানা গেছে, রোববার (১৮ ডিসেম্বর) নিহত পুলিশ সদস্যরা গাড়ির বহর নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তখন বোমা বিস্ফোরণ হয়। খবর আল জাজিরা।

কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে নয়জন নিহত হওয়ার পাশাপাশি দু’জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *