আত্রাই নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই চিঠিতে বলেছেন, পশ্চিমবঙ্গকে অবহিত না করেই বাংলাদেশ তার অংশে ওই নদীতে ২.১৪ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে। গতকাল এসব বিষয় প্রকাশ করা হয় বিধানসভায়। ওদিকে বাংলাদেশ সফরকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামুলক বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল তিনি ফেসবুকে এ বিষয়ে পোস্টে বলেন, ৬ই জুন দু’দিনের জন্য বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা হবে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুলক। আমি এমন একটি দেশ সফরে যাচ্ছি যার সঙ্গে ভারতের বন্ধন অত্যন্ত শক্তিশালী। এরপরই তিনি বাংলাদেশ সফরসূচির বর্ণনা দেন। মমতার ঢাকা সফরের একদিন আগে রাজ্যের সেচ বিষয়ক মন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, বাংলাদেশ তার অংশে ওই বাঁধ নির্মাণ করেছে। এতে নদীর ভারতীয় অংশে পানির প্রবাহ বিঘিœত হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, এরকম কোন কর্মকা- চালাতে গেলে প্রতিবেশী দেশকে অবহিত করতে হয়।