গাজীপুরে স্ত্রীকে পুঁড়িয়ে হত্যার অভিযোগে শাল-দুলাভাইয়ের যাবজ্জ্বীবন কারাদন্ড

Slider বাংলার আদালত

Gazipur_map_499227309

 

 

 

 

সামছুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর অফিস: কাপাসিয়ার লোহাদী গ্রামে কেরোসিন ঢেলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও তার দুলাভাইয়ের যাবজ্জ্বীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায়
বেকসুর খালাস পেয়েছেন ৩ আসামী।

বৃহসপতিবার(৪ জুন) বেলা আড়াইটায় গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মুনুসুর ওই রায় ঘোষনা করেন।

আদালতের  বেঞ্চ সহকারী মাইন উদ্দিন জানান, যাবজ্জ্বীবন দন্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্বামী নজরুল ইসলাম ও নজরুলের দুলাভাই শহীদুল্লাহ শহীদ। উভয়ের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে। খালাসপ্রাপ্ত ৩ আসামী হলেন, পারভিন আক্তার, হাদিকুল ইসলাম ও রোকন মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০০ সালের আগষ্ট মাসে স্বামী নজরুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে কেরোসীন ঢেলে পুঁড়িয়ে হত্যা করে। ওই ঘটনায় কাপাসিয়া থানায় ৫ জনের নামে একটি মামলা হয়। পুলিশ ৫জনের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেয়। আদালত দীর্ঘ সময় স্বাক্ষা প্রমান নিয়ে দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই রায় দেন। তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা স্পোশাল পিপি ফজলুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *