গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মঙ্গলবার গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৯টার দিকে জেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে সড়কে সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুর রহমান জানান, পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং সকাল ১০টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয় বলে জানান তিনি।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সংঘর্ষে শ্রমিক ও স্থানীয় দোকান মালিকসহ ১০ জন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিউ লাইন ক্লোথিং লিমিটেডের কর্তৃপক্ষ গত তিন মাস ধরে শ্রমিকদের মজুরি ও পাঁচ মাস ধরে স্টাফদের বেতন দেয়নি বলে শ্রমিকরা জানিয়েছেন।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুর জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেয়ায় এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।