জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের চলমান বিরোধ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।
মঙ্গলবার দুপুরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। সূত্র বলছে, দেবর-ভাবির মধ্যে চলমান দ্বন্দ্ব প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিরসন হতে পারে। আরও জানা গেছে, রওশের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদও।
অন্যদিকে দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জি এম কাদের। জাতীয় পার্টির একাধিক সুত্রে আরও জানা গেছে বৈঠকের পর দলের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ও আসতে পারে।