অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার দুপুর নাগাদ রাজ্যের উইয়াম্বিলা শহর থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে পুলিশের কাছে ফোন আসে। এরপর পুলিশ এক বাড়িতে তল্লাশিতে গেলে তাদের ওপর গুলি ছোড়া হয়।
কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভারস বলেন, গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত দুইজনের একজন ২৬ বছর বয়সী র্যাচেল, আরেকজন ২৯ বছর বয়সী ম্যাথুউ আর্নোল্ড। তারা দুইজনে কনস্টেবল পদে ছিলেন।
কুইন্সল্যান্ড পুলিশ কমান্ডার ক্যাটারিনা ক্যারল কাঁদতে কাঁদতে বলেছেন, এই কর্মকর্তারা আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
এ ছাড়া গোলাগুলির ঘটনায় একজন পথচারীও নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।