সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

Slider শিক্ষা


সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে এ লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুই পদ্ধতিতে জানা যাবে ফলাফল:

যেকোন টেলিটক মোবাইল নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেট এ SMS করুন ১৬২২২ নাম্বারেঃ SMS Format: GSARESULTUSERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN XXX, Class XXXX, Shift XXX, Version:XXX, Status XXX এর জন্য নির্বাচিত।

এ ছাড়াও অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত ওয়েব সাইটে ব্রাউজ করুন- Website: https://gsa.teletalk.com.bd

এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদানকৃত চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। উক্ত প্রক্রিয়ায় সর্বমোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *