সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে এ লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুই পদ্ধতিতে জানা যাবে ফলাফল:
যেকোন টেলিটক মোবাইল নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেট এ SMS করুন ১৬২২২ নাম্বারেঃ SMS Format: GSARESULTUSERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN XXX, Class XXXX, Shift XXX, Version:XXX, Status XXX এর জন্য নির্বাচিত।
এ ছাড়াও অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত ওয়েব সাইটে ব্রাউজ করুন- Website: https://gsa.teletalk.com.bd
এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদানকৃত চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। উক্ত প্রক্রিয়ায় সর্বমোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন জমা পড়েছে।