মিয়ানমারের জলসীমায় সেদেশের নৌ-বাহিনী কর্তৃক আটক ৭২৭ অভিবাসন প্রত্যাশিকে মিয়ানমারের পুর্বাঞ্চলীয় রাজ্য আরকান প্রদেশের মংডু শহরে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার সকালে মিয়ানমারের নৌ-বাহিনীর প্রহরায় কয়েকটি ট্রলারে করে নাফনদী হয়ে নিয়ে আসে তাদেরকে।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আবু জার আলজাহিদ ৭ শত ২৭ জন অভিবাসন প্রত্যাশিদের মংডুতে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার নৌ-বাহিনীর প্রহরায় সকাল ৭টার দিকে ৭শত ২৭ জনকে কয়েকটি ট্রলারে করে মংডুতে নিয়ে আসে। সকালে এইসব অভিবাসন প্রত্যাশিদের নিয়ে তাদের দেশের নৌ-বাহিনীর জাহাজ নাফনদীতে প্রবেশ করলে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নকে অবহিত করে সেদেশের অভিসবাসন ও বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার (বিজিপি)। বর্তমানে তাদেরকে মংডুর অস্থায়ী আশ্রায় কেন্দ্রে রাখা হয়েছে । তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো বিজিবিকে জানায়নি বলে কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান। –
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আবু জার আলজাহিদ ৭ শত ২৭ জন অভিবাসন প্রত্যাশিদের মংডুতে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার নৌ-বাহিনীর প্রহরায় সকাল ৭টার দিকে ৭শত ২৭ জনকে কয়েকটি ট্রলারে করে মংডুতে নিয়ে আসে। সকালে এইসব অভিবাসন প্রত্যাশিদের নিয়ে তাদের দেশের নৌ-বাহিনীর জাহাজ নাফনদীতে প্রবেশ করলে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নকে অবহিত করে সেদেশের অভিসবাসন ও বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার (বিজিপি)। বর্তমানে তাদেরকে মংডুর অস্থায়ী আশ্রায় কেন্দ্রে রাখা হয়েছে । তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো বিজিবিকে জানায়নি বলে কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান। –