বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। আজ রোববার বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আলোচনার বিষয় নিজেদের মধ্যে রাখাই ভালো। এ গুলো বাইরে বলার সুযোগ নেই।
‘নয়াপল্টনে সমাবেশ করতে না পারা বিএনপির জন্য পরাজয়’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমির খসরু বলেন, ‘জয়-পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’
বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।