কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি পর্তুগাল-মরক্কো। যেখানে ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। এরপর কিছুক্ষণ পরেই রেফারি প্রথমার্ধের বাঁশি বাজান। ফলে এগিয়ে থেকেই বিরতিতে গেল আফ্রিকার দেশটি।
শনিবার আল থুমামা স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে পর্তুগাল প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে মরক্কোই আধিপত্য দেখিয়েছে।
ম্যাচের ৪২তম মিনিটে এক প্রতি আক্রমণে এগিয়ে যায় মরক্কো। ডি-বক্সের বাইরে বাঁদিক থেকে ইয়াহিয়া আতি-আল্লাহর লম্বা ক্রসে দারুণভাবে হেডের মাধ্যমে গোল করেন ইউসেফ এন-নাসরি।