রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ চলছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়। গণসমাবেশের মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ গোলাপবাগ মাঠের আশপাশের রাস্তা।
গতকাল বিকাল থেকে নানা রঙের টি-শার্ট-ক্যাপ পরে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন নেতা-কর্মীরা। রাতেই ভরে যায় গোলাপবাগ মাঠ।
গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুরের রাস্তায় অবস্থান নিয়েছেন। দলটির নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল ও এর আশপাশে এলাকার রাস্তায় মুখরিত হয়ে আছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জ্বালানী তেলের দাম বৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে ৯টি বিভাগে গণসমাবেশের পর ঢাকার সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির সারাদেশে এই পর্যায়ের গণসংযোগ কর্মসূচি।