বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই আঘাত হানতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার রাতে এটি ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকায় এই রাজ্যের তিন জেলায় (চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম এবং ভিল্লুপুরম) রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।