শারমিন সরকার/এম রানা
গাজীপুর: মহানগরের কোনাবাড়ি ও শ্রীপুর পৌর এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক শ্রমিক নিহত অপর একজন গুরুতর হয়েছেন। প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ
ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। বর্তমানে ঢাকা-ময়মননসিংহ মহাসসড়কে অবরোধ চলছে।
মঙ্গলবার(২জুন) সকাল পৌনে ৯টায় ও সকাল সাড়ে ৭টায় ওই দুটি ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে ঢাকা-ময়মসিংহ মহাসড়কে অবরোধ শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় রাস্তা পারাপারের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে নসিমন আকতার(২৫) নামে এক পোষাক শ্রমিক
গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যায়। তিনি স্থানীয় ভিয়েলাটেক্সে লিঃ এর শ্রমিক। প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দাউদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে সকাল পৌনে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের গরগরিয়া এলাকায় ভিনটেগ ডেনিম নামে এক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সড়ক দূর্ঘটনায
গুরুতর আহত হয়। মাজহারুল ইসলাম(৩২) সুইং অপারেটর কর্মরত ওই শ্রমিককে স্থানীয় ক্লিনিক হতে ঢাকায় নিযে যাওয়া হয়েছে। তার বাড়ি স্থানীয় শ্রীপুর এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা তাৎক্ষনিকভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
সকাল ৯টা ১৫মিনিটে এই রিপোর্ট লেখার সময় ঢাকা-টাঙ্গfইল মহাসড়কে যানবাহন চলাচল করছিল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল। তবে বিপুল পরিমান পুলিশ
অবরোধ ভাঙ্গতে চেষ্টা করছে।
শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম শ্রমিক মৃত্যু ও মহাসড়ক অবরোধের সংবাদটি নিশ্চিত করেন।