আমিরাত: চলতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে এসএসসি পরীক্ষায় দু’টি স্কুলে শতভাগ সাফল্য অর্জন করেছে।
এর মধ্যে আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। এছাড় ১৫ জন ‘এ’ গ্রেড ও একজন ‘এ-’ গ্রেড পেয়েছে।
আবুধাবি বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান গ্রামবাংলানিউজকে এ তথ্য জানান।
অন্য দিকে, সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা শহরের বাংলাদেশ ইসলামিয়া স্কুল অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ একজন, আটজন ‘এ’ গ্রেড, দুইজন ‘এ-’ ও পাঁচজন ‘বি’ গ্রেড পেয়েছে।
তথ্য জানিয়েছেন রাস আল খাইমা ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা।