সরকারবিরোধী লড়াইয়ে আমরা পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুর বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা একাত্তর সালে পাকিস্তানিরাও চালায়নি। যদি আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে রাস্তায় নামতে না পারি, তাহলে কেউ রেহাই পাবেন না।
তিনি বলেন, পুলিশ যদি বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে, ককটেল নিয়ে বোমার নাটক করতে পারে, তাহলে বাকিরা কিন্তু ফুঁ দিলেই উড়ে যাবে।
নুর বলেন, রাজপথে নামাই এখন চূড়ান্ত কাজ। যে লড়াই শুরু হয়েছে, তা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। এ লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা পিছু হটব না। জীবন দিতে হয় জীবন দেব। যদি বাঁচতে হয়, লড়াই-সংগ্রাম করেই বাঁচব।
এ সময় সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব।