ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে হত্যা চেষ্টায় মামলায় ৩ বছরের দ-প্রাপ্ত খিলগাঁও থানার তখনকার ওসি হেলালউদ্দিন আত্মসমর্পণ করেছেন। আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৬ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তৎকালীন ছাত্র কাদেরকে আটকের পর তাকে ছিনতাইকারী হিসেবে দেখানোর জন্য থানায় নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন ওসি হেলাল। কিন্তু স্বীকারোক্তি না পেয়ে চাপাতি দিয়ে তার পায়ে আঘাত করেন। পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণিত কাদের বর্তমানে একজন সরকারি কর্মকর্তা। এরপর আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২০১২ সালের ২৩শে জানুয়ারি তিনি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন কাদের। ওই মামলায় রায়ে তাকে তিন বছরের কারাদ- দেয় আদালত। এদিকে বিসিএস দিয়ে আবদুল কাদের শিক্ষকতা করছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে।