যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ রোহিঙ্গা

Slider সারাবিশ্ব


প্রথমবারের মতো রোহিঙ্গা নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় দেশটির উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ রো‌হিঙ্গা। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর প্রথম কোনো তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন শুরু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু হবে। প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছিল এদেশ থেকে তারা রোহিঙ্গা নিতে চায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাস জানায়, দেশটির শরনার্থী নীতি অনুযায়ী এশিয়া থেকে যাদের নেবার কথা, সেই তালিকায় যোগ হয়েছে রোহিঙ্গা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *