ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে না। ভারত আজ বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা নিয়ে কোন চুক্তি হবে না কেননা এ ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন লাগবে। একইসঙ্গে তিনি এও বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে পশ্চিমবঙ্গ মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল বলেছেন, তিনি ৫ই জুন বাংলাদেশে আসবেন আর পরদিন স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের পর দেশে ফিরে যাবেন।