তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল কিউইরা। তৃতীয় ম্যাচটি ছিল টাইগ্রেসদের জন্য লজ্জা এড়ানোর। তবে এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী দল। কুইন্সটাউনে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা।
শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতেই দলকে ব্রেক-থ্রু এনে দেন নাহিদা। কিউইদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তৃষ্ণা।
তবে কিউইদের উইকেট মিছিলে একাই লড়াই করেন অধিনায়ক সোফি ডিভাইন। দলীয় ৭৪ রানে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ৩৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন সোফি।
অধিনায়কের বিদায়ের পর দলের হার ধরেন আমিলা কের। আমিলার অপরাজিত ৪৮ রানে টাইগ্রেসদের পাহাড়সম ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা।
লক্ষ্য তাড়া করতে নেমেই হুঁচট খায় বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের মুর্শিদা, শারমিন ও ফারজানাকে ফেরান কিউই বোলার তাহুহু। ব্যর্থতায় নাম লেখান অধিনায়ক নিগারও। দলীয় ৫০ পেরোনোর আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৮৯ রান করতে পারে টাইগ্রেসরা। এতে এই ম্যাচে ৬৩ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজের শিরোপা উঁচিয়ে ধরে কিউইরা।