কুমিল্লার মনোহরগঞ্জের লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের একটি পুকুরে গিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে জানতে পেরেছি তারা স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে একজন অটোরিকশা চালক হতে পারে।
জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেন ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।