পুলিশের বিশেষ অভিযান : ২৪ ঘণ্টায় ১৩১৯, চারদিনে গ্রেপ্তার ৩৮৯৫

Slider সারাদেশ


১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সারা দেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪০৫টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

তিনি বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন অভিযান চালাচ্ছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগর এলাকা থেকে একদিনে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, গত চারদিনে বিশেষ অভিযানে মোট ৩ হাজার ৮৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র, ককটেল ও মাদক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *