আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণসমাবেশ। এ সমাবেশকে সামনে রেখে খুলনায় পুলিশ বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত বিএনপির ২৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা অভিযোগ করেন, শনিবার রাত ৩টায় আড়ংঘাটা থানা যুবদল নেতা অসুস্থ সেলিমকে পুলিশ আটক করে। রাত চারটার দিকে তার হার্ট অ্যাটাক হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আটক, তল্লাশি এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে। ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এমদাদুল হকসহ ২৬ জনকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।