ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী একে অন্যকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন। নরেন্দ্র মোদির ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিলকে রাহুল গরিবের ভূমি গ্রাস বলে অভিহিত করেন। বলেন, গরিবের ভূমি গ্রাস করতে বিস্ময়কর তাড়াহুড়ো প্রধানমন্ত্রী মোদির। তিনি যে কোন মূলে গরিবের ভূমি গ্রাস করতে চান। তিনি তৃতীয় দফায় কৃষক বিরোধী ল্যান্ড অর্ডিন্যান্স সামনে ঠেলে দিয়েছেন। এই কৃষক ও দিনমজুদের অধিকারের লড়াই অব্যাহতভাবে কংগ্রেস চালিয়ে যাবে এই ‘স্যুট বুট কি সরকার’-এর বিরুদ্ধে। জবাবে নরেন্দ্র মোদিও কম যান নি। তিনি বলেন, সুটকেসের চেয়ে সুট বুক অবশ্যই অধিক গ্রহণযোগ্য। তিন রাহুল গান্ধীর বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ৬৫ বছর দেশ শাসন করেছে কংগ্রেস। আর হঠাৎ করে তাদের গরিবের কথা মনে পড়েছে। কংগ্রেসের দূরদৃষ্টির অভাবে ভারতের মানুষ ভুগেছে এবং তারা গরিবই থেকে গেছে।