লিওনেল মেসির মাঠে নামা মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলেই নিজের ক্যারিয়ারের আরকেটি মাইলফলক যোগ করবেন।
মেসিকে ডাকছে ১০০০ ম্যাচের হাতছানি। পেশাদার ক্যারিয়ারে আজ শনিবার এই রেকর্ড পূর্ণ করবেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটের ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি বার্সেলোনার (৭৭৮) হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এছাড়া বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ৫৩টি খেলেছেন।
এর আগে মেসি চলমান বিশ্বকাপেই দুর্দান্ত দুটি রেকর্ড গড়েছেন। তিনি দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২২টি ম্যাচ খেলেছেন। এছাড়া আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে খেলার রেকর্ডও গড়েছেন।