গ্রাম বাংলা ডেস্ক: পুলিশ-র্যাব ছাড়া সরকারকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সামর্থ্য প্রমাণ করতে একা রাজপথে আসুন। তিনি বলেন, এখনো সময় আছে সব দলের অংশ গ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য এ সরকারকেই দায়ী থাকতে হবে।
‘খালেদা জিয়া জঙ্গীবাদ, রাজাকার ও মানবতা বিরোধীদের সমর্থন করছেন। তাই তাকে দুনিয়া থেকে সরে যেতে হবে সরানো হবে’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যেরে প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার এতটুকু পরিমাণে কিছু হলে তার দায়-দায়িত্ব এ সরকারকেই বহন করতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেস কাবের কনফারেন্স হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ৬ জুলাই জয়নুল আবদিন ফারুককে হত্যা প্রচেষ্টার তিন বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল আরো বলেন, ৫ জানুয়ারির মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন একটি পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। এ সময় তিনি নেতা-কর্মীকে আন্দোলনের জন্যও আহ্বান জানান।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মির সরাফত উল্লাহ সফু প্রমুখ।